Opu Hasnat

আজ ৩০ মে শনিবার ২০২০,

দুর্গাপুরে বিনামুল্যে বীজ বিতরণ কৃষি সংবাদনেত্রকোনা

দুর্গাপুরে বিনামুল্যে বীজ বিতরণ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি রক্ষায় ৭৫০ জন কে সব্জি বীজ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নলুয়াপাড়া গ্রামে এ বীজ বিতরণ করা হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা পারি ডেভেলপমেন্ট এর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প কর্মকর্তা প্রফুল্ল কুমার হাজং, কারিতাস (ময়:) অঞ্চলের কর্মকর্তা উজ্জল চক্রবর্তী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন প্রমুখ। 

বক্তারা বলেন, মা ও শিশুদের পুষ্টি রক্ষায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা গুলো কাজ করছেন বিধায় দেশে আগের তুলনায় পুষ্টিহীন শিশু জন্ম নেয়া এবং বাল্য বিয়ে অনেক কমেছে। সকলকে এ বিষয়ে সাধ্যমত এগিয়ে আসার আহবান জানানো হয়।