Opu Hasnat

আজ ১৬ জুন রবিবার ২০২৪,

ভূমিধসে গুয়েতেমালায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে আন্তর্জাতিক

ভূমিধসে গুয়েতেমালায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে

ভূমিধসে গুয়েতেমালায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত সাড়ে তিনশ’ মানুষ নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জুলিও সানচেজ নামে এক উদ্ধারকর্মী জানান, মাটিচাপা পড়া ঘরবাড়িগুলোতে উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। 

ভূমিধসের পর কয়েকডজন উদ্ধারকর্মী ও ভলানটিয়ার কাজ শুরু করেন। শুক্রবার (০২ অক্টোবর) দিনভর তারা উদ্ধার কাজ চালান বলে জানান জাতীয় দুর্যোগ প্রশমন সমন্বয়কারী আলেজান্দ্রো মালদোনাদো।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) দেশটির রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ১৫ কিলোমিটার পূর্বে এল ক্যাম্ব্রে দস নামের একটি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে।

ভূমিধসের সময় গ্রামটির বেশিরভাগ মানুষ ঘুমন্ত অবস্থায় থাকায় এতো সংখ্যক হতাহতের ঘটনা ঘটে।