Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

ইরাকে জোড়া আত্মঘাতী হামলা : নিহত ২৪ আন্তর্জাতিক

ইরাকে জোড়া আত্মঘাতী হামলা : নিহত ২৪

ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।

কাদিমিয়ার হামলাটি হয়েছে এই জেলার আদান স্কয়ারে। এই স্কয়ার সেখানকার মূল শিয়া মসজিদের প্রবেশ পথে অবস্থিত। শনিবার এই এলাকায় প্রচুর দর্শণার্থীর ভিড় জমে।

পুলিশের এক কর্নেল সংবাদমাধ্যমকে বলেছেন, কাদিমিয়ায় গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। আর হুরিয়ার হামলাটি চালিয়েছে একজন আত্মঘাতী হামলাকারী।

ইসলামিক স্টেট (আইএস) উভয় হামলার দায় স্বীকার করে নিয়েছে।