Opu Hasnat

আজ ৫ জুন শুক্রবার ২০২০,

পাইকগাছায় ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক সেমিনার খুলনা

পাইকগাছায় ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক সেমিনার

পাইকগাছা ডায়াবেটিস সমিতির উদ্যোগে ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে ডায়াবেটিসের জটিলতা ও প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরে সচেতনামূলক বক্তব্য রাখেন, ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা ও বিএমএ’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাঃ শহিদউল্লাহ। 

ডাঃ শহিদ বলেন, প্রতিনিয়ত মানুষ সচেতনার অভাবে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। বর্তমানে বিশ্বে ৭% মানুষ ডায়াবেটিস আক্রান্ত উল্লেখ করে তিনি বলেন, ডায়াবেটিস, কিডনী, ব্রেন স্ট্রোক ও হৃদরোগ সহ মানুষের শরীরে নানা জটিলতা সৃষ্টি করে। ডায়াবেটিস প্রতিরোধে তিনি প্রতিদিন কমপক্ষে আধাঘন্টা হাটা, শারীরিক ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ, মানসিক চাপ কমানো, নিয়মিত ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগনেতা আক্তারুজ্জামান সুজা, ইনসুলিন কোম্পানীর প্রতিনিধি শেখ গোলাম কিবরিয়া, শিক্ষক আব্দুল করিম, শ্রমিকনেতা শাহজাহান কবির, সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম, সোনিয়া দাশ, সুরঞ্জন ঢালী, সমাপ্তি, জুবলী খাতুন, চন্দনা দাশ, কৃষ্ণ দাস, মাসুদ রানা, নুরুজ্জামান গাজী, হাবিবুর রহমান ও সাজু শেখ।