Opu Hasnat

আজ ২১ জানুয়ারী মঙ্গলবার ২০২০,

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৬২ আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৬২

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১শ’রও বেশি মানুষ।

শুক্রবার জুমার নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের বার্তা সংস্থা ডনে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোজিয়ানি জানিয়েছেন,  নিহতরা সবাই জুম্মার নামাজ আদায় করতে এসেছিলেন।

প্রদেশটির রাজধানী জালালাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী জেলা হাসকা মিনার একটি হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের সঙ্গে প্রায় ৬২ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আফগানিস্তানে সহিংসতা অসহনীয় মাত্রায় পৌঁছেছে, জাতিসংঘের এমন বক্তব্যের এক দিন পরই এঘটনা ঘটল। জাতিসংঘের হিসাব মতে, গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নিহত হয়েছে ১১৭৪ বেসামরিক নাগরিক।