Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

কুমিল্লায় সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত কুমিল্লা

কুমিল্লায় সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

কুমিল্লা ইপিজেড সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহারের উপাসক উপাসিকাদের উদ্যোগে পবিত্র দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়। ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত কঠিন চীবর দানোৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। 

কর্মসূচীর মধ্যে ছিল বুদ্ধ পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, সমবেত প্রার্থনা, পিন্ডদান, ধর্মীয় আলোচনা, চীবর উৎসর্গ, প্রদীপ পূজা, ও ফানুস বাতি উত্তোলন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন কুমিল্লা কেন্দ্রের সম্মানিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: রহমত উল্লাহ কবির বরকত। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বেপজা এর সহকারী প্রকৌশলী রিটন বড়ুয়া, এলজিইডি সহকারী প্রকৌশলী সুমন তালুকদার। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনক স্থপ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মরক্ষিত মহাথের। আশীর্বাদক ছিলেন অধ্যক্ষ, ধূতাঙ্গ টিলা বনবিহার, দীঘিনালা শ্রীমৎ দেব ধম্মা মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন অধ্যক্ষ শাসন স্মৃতি বৌদ্ধ বিহার, দেবালছড়ি শ্রীমৎ ক্ষেমাসারা মহাথের। বিশেষ জ্ঞাতি ছিলেন অধ্যক্ষ, বৌদ্ধ মিশন গুঁইমারা, শ্রীমৎ সংঘরতœ মহাস্থবির। প্রধান স্বধর্ম্মদেশক ছিলেন অধ্যক্ষ থৈফ্যামণি বৌদ্ধ বিহার শ্রীমৎ সুরিয়েংন্তা মহাস্থবির। ধর্মদেশনা করেন অধ্যক্ষ সাধনা টিলা বন বিহার দীঘিনালা, শ্রীমৎ বুদ্ধবংশ মহাস্থবির, ইনচার্জ নব শালবন বিহার শ্রীমৎ ড. সাধনারতœ ভিক্ষু, শ্রীমৎ ধর্ম্মানন্দ মহাস্থবির শ্রীমৎ জ্ঞান বংশ মহাস্থবির, শ্রীমৎ প্রজ্ঞা বংশ থের, শ্রীমৎ নবযুগ স্থবির, শ্রীমৎ বোধিশান্ত ভিক্ষু, শ্রীমৎ মঙ্গলপ্রিয় ভিক্ষু, শ্রীমৎ সংঘহিত ভিক্ষু, শ্রীমৎ ধর্ম্মানন্দ ভিক্ষু। 

অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা ইপিজেড সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক রিপন জ্যোতি চাকমা। স্বাগত বক্তব্য রাখেন বিহারের সভাপতি সাতাউ মারমা। মঙ্গলা চারণ করেন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ মঙ্গলতিষ্য ভিজ্ঞু। পঞ্চশীল প্রার্থনা করেন সমীরণ চাকমা। 

অনুষ্ঠানে বক্তাগণ বুদ্ধের আদর্শ অহিংসা পরম ধর্ম নীতির মাধ্যমে দেশ ও সমাজে শান্তি ও মঙ্গল কামনা করেন। পরে সন্ধ্যায় ফানুস বাতি উত্তোলন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন কুমিল্লা কেন্দ্রের সভাপতি প্রকৌশল মো: আবুল বাশার সম্মানি সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: রহমত উল্লাহ কবির এবং বেপজা সহকারী প্রকৌশলী রিটন বড়ুয়া সহ উপাসক উপাসিকাবৃন্দ।