Opu Hasnat

আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার ২০১৯,

বিশ্বম্ভরপুরে ফজলুল হক স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জ

বিশ্বম্ভরপুরে ফজলুল হক স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ফজলুল হক স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পলাশ উচ্চ বিদ্যালয়, ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যায়লয় ও মথুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মোট ৮০৮জন শিক্ষার্থী চারটি বিষয়ের উপর পরীক্ষায় অংশ্র গ্রহণ করেন। 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পলাশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মাস্টার, ফজলুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল আলম খোকন, পরীক্ষা নিয়ন্ত্রক রোকনুজ্জামান, কেন্দ্র সচিব প্রভাষক মুজিবুর রহমান, সহকারি সচিব মাওলানা সেলিম আহমদ পলাশী প্রমুখ। 

উল্লেখ্য, ফজলুল হক ফাউন্ডেশন ৭ বছর যাবত প্রাথমিক পর্যায়ের এ পরীক্ষা পরিচালনাসহ সামাজিক বিভিন্ন কাজ করে আসছে।