Opu Hasnat

আজ ১৯ নভেম্বর মঙ্গলবার ২০১৯,

পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে’ এক ডজন মামলার আসামী নিহত জয়পুরহাট

পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে’ এক ডজন মামলার আসামী নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিনুল ইসলাম ক্যাসেট নামে মাদক মামলার এক আসামি নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার ভুতগাড়ী  গ্রামে এ ঘটনা ঘটে ।

নিহত ক্যাসেট পাঁচবিবি উপজেলার পিয়ারা গ্রামের মৃত শাহাবুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক কারবার ও ছিনতাইসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান জানান, প্রায় এক ডজন মামলার পলাতক আসামি ছিলেন ক্যাসেট। শুক্রবার রাতে ভুতগাড়ী গ্রামে ক্যাসেট তার দলবল নিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশে একত্রিত হয়েছিল। খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে অন্যেরা পালিয়ে গেলেও ক্যাসেট গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।