Opu Hasnat

আজ ২৫ মে সোমবার ২০২০,

নড়াইলে যানবাহন চালকদের অ্যালকোহল পান প্রতিরোধে পরীক্ষা নড়াইল

নড়াইলে যানবাহন চালকদের অ্যালকোহল পান প্রতিরোধে পরীক্ষা

নড়াইলে যানবাহন চালকদের এ্যালকোহল পান প্রতিরোধ করতে চালকদের পরীক্ষা করছেন হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে নড়াইল-যশোর সড়কের নড়াইল সদরের মালিবাগ এলাকায় যাত্রীবাহী বাস-ট্রাক-লরি থামিয়ে চালকদের মুখে এ্যালকোহল টেস্ট যন্ত্র দিয়ে পরীক্ষা করেন তুলারাপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই দ্বীন মোহাম্মদ। 

এ সময় তার সাথে ছিলেন এসআই সাইদুল ইসলাম, এএসআই মাহামুদ, কনস্টবল মিলন, বদরুদ্দোজা, নড়াইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতা বাবুল মোল্যা প্রমুখ। 

তুলারাপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই দ্বীন মোহাম্মদ জানান, চালকদের অ্যালকোহল পান থেকে বিরত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্যান্য খবর