Opu Hasnat

আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার ২০১৯,

ফরিদপুরে চুরি হওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩ ফরিদপুর

ফরিদপুরে চুরি হওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া মোটর সাইকেলসহ তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে জেলা পুলিশের একটি টিম তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, জেলার চরভদ্রাসনের মৃত নুর ইসলাম বেপারীর ছেলে ইলিয়াস বেপারী (২৫), জেলা সদরের চান মিয়া ফকিরের পুত্র বাদশা ফকির (৩৮) এবং চরভদ্রাসনের রশিদ মোল্লার ছেলে জহির রায়হান (২৫)। 

ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোশেদ আলম জানান, গ্রেপ্তারকৃত দের কাছ থেকে তিনটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি বলেন, কোতয়ালী থানায় মোটরসাইকেল চুরির মামলায় তাদের আদালত পাঠানো হয়েছে।