Opu Hasnat

আজ ৫ জুন শুক্রবার ২০২০,

ফিফা সভাপতি ঢাকায় খেলাধুলা

ফিফা সভাপতি ঢাকায়

একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার মধ্য রাতে ঢাকায় এসে পৌঁছান তিনি।

সভাপতি নির্বাচিত হওয়ার পর এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে কখনো সফরে আসেননি ইনফান্তিনো। তাই এবার এরই অংশ হিসেবে ঢাকায় আসলেন ইনফান্তিনো। পাঁচ সদস্যের প্রতিনিধি নিয়ে ঢাকায় এসেছেন ফিফার সর্বোচ্চ এ কর্তাব্যক্তি।

বাংলাদেশে ১৬ ঘন্টার এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইনফান্তিনো। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে ফিফা সভাপতির। এরপরই তিনি যাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে।

কোনো ফিফা সভাপতির এটা বাংলাদেশে চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে হোয়াও হ্যাভেলেঞ্জ প্রথম এসেছিলেন বাংলাদেশে। এরপর ২০০৬ সালে বাংলাদেশে আসেন সেপ ব্লাটার। ২০১২ সালে দ্বিতীয় বার সেপ ব্লাটার আসেন। বাংলাদেশের ফুটবলে সমস্যা ও সম্ভাবনা নিয়ে ফিফার কর্মকর্তার সঙ্গে আলোচনা করার কথা রয়েছে তার।