Opu Hasnat

আজ ২৩ সেপ্টেম্বর শনিবার ২০২৩,

দামুড়হুদায় সড়ক দূর্ঘটনায় ১ কৃষক নিহত কৃষি সংবাদচুয়াডাঙ্গা

দামুড়হুদায় সড়ক দূর্ঘটনায় ১ কৃষক নিহত

চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা তমালতলা নামক স্থানে বাসের ধাক্কায় সুকলাল (৩০) নামের এক এক লাউ চাষী নিহত হয়েছে। সে উপজেলার পুরাতন বান্তপুর গ্রামের মৃত ফেলা বিশ্বাসের  ছেলে। 

নিহত সুকলালের(৩০) ভাতিজা মামুনুর রশীদ জানায়, শনিবার বেলা ৪টার দিকে জমি থেকে লাউ তুলে নিজ আলমসাধু চালিয়ে বিক্রির জন্য দর্শনা আকুন্দবাড়ি হাটে যাবার পথে চুয়াডাঙ্গা-জীবনগর সড়কের তমালতলা নামক স্থানে পৌছলে পিছনদিক হতে একটি দ্রæতগামী বাস এসে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসধীন অবস্থায় সন্ধ্যা ৬ টার দিকে তার মৃত্যু হয়।