Opu Hasnat

আজ ৫ জুন শুক্রবার ২০২০,

ফরিদপুরে নানা কর্মসূচিতে বিশ্ব খাদ্য দিবস পালিত ফরিদপুর

ফরিদপুরে নানা কর্মসূচিতে বিশ্ব খাদ্য দিবস পালিত

“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচিতে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।

ফরিদপুর জেলা কুষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ওইস্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, জেলা খাদ্য কর্মকর্তা মো. তাজুল ইসলাম, মো. আজহারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে মানবজাতির সকলকে সচেষ্ট হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ক্ষুধামুক্ত পৃথিবী গড়ব।