Opu Hasnat

আজ ১৪ জুলাই মঙ্গলবার ২০২০,

রাজবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস পালিত রাজবাড়ী

রাজবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস পালিত

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বুধবার সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায়, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশেক হাসান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কমকর্তা আবু আদনান প্রমুখ বক্তৃতা করেন।