Opu Hasnat

আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার ২০১৯,

বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বাগেরহাট

বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘সকলের হাত পরিচ্ছন্ন থাক’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে সাংস্কৃতিক ফাউন্ডেশনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ ডা: মোজাম্মেল হোসেন।

বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার বকসী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এস শামীম আহম্মেদ প্রমুখ। পরে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।

এই বিভাগের অন্যান্য খবর