Opu Hasnat

আজ ১৪ জুলাই মঙ্গলবার ২০২০,

দুর্গাপুরে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত নেত্রকোনা

দুর্গাপুরে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত

জেলার দুর্গাপুরে ‘নারীর স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিয়ে রোধ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বাড়ইপাড়া মহিলা সমিতির আয়োজনে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে বাড়ইপাড়া গ্রামে স্থানীয় পল্লী চিকিৎসক মনোয়ার হোসেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য বিয়ের কুফল সম্পর্কে উপস্থিত মায়েদের অবহিত করেন। এ সময় অন্যদের মধ্যে আলোচনা করেন সমিতির সভাপতি খোদেজা বেগম, সদস্য আরতি রানী সরকার, রাজিয়া খাতুন, ফরিদা বেগম প্রমুখ। বক্তারা বলেন, গ্রামীন নারী সমাজকে জাগিয়ে তুলতে হলে সরকার কে এগিয়ে আসতে হবে। স্বল্প সুদ ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান করে গ্রামীন নারীদের ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে সহায়তা করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।