Opu Hasnat

আজ ২ জুন মঙ্গলবার ২০২০,

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, সহপাঠী আহত চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, সহপাঠী আহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নয়ন হোসেন নিহত ও গুরুতর আহত হয়েছে তার সহপাঠী মানিক হোসেন। রোববার সন্ধ্যায় আলডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন হোসেন আলমডাঙ্গার পার্শ্ববর্তী রামচন্দ্র গ্রামের প্রবাসী জিনারুল ইসলামের ছেলে এবং মুন্সিগঞ্জ একাডেমির দশম শ্রেণির ছাত্র। আহত মানিক হোসেন একই গ্রামের ওহিম উদ্দিনের ছেলে একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, নয়ন ও মানিক মোটরসাইকেলযোগে নিজ গ্রাম থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয় সন্ধা ৬টার দিকে তারা কৃষ্ণপুর মোড় নামক স্থানে পৌছালে  আলমডাঙ্গা গামী একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে দু’জন পিচরোডে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত ডা. সেলিমা হোসেন স্কুলছাত্র নয়নকে মৃত ঘোষণা করেন। আহত মানিককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।