Opu Hasnat

আজ ২৫ মে সোমবার ২০২০,

বাগেরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বাগেরহাট

বাগেরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি”এই প্রতিপাদ্যে বাগেরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  শেষে  একই  স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মো মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. জি কে শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মাসুদ সরদার প্রমুখ।