Opu Hasnat

আজ ১৩ নভেম্বর বুধবার ২০১৯,

দামুড়হুদায় বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে সমাবেশ চুয়াডাঙ্গা

দামুড়হুদায় বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে সমাবেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে নারীদের নিয়ে  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে জাহান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন,কৃষি অফিসার মনিরুজ্জামান, প্রণিসম্পদ অফিসার মশিউর রহমান, আইসিটির আবিদুল ইসলাম, সহকারী প্রগ্রামার ব্যানবেইজ আঃ কাদিও, চুয়াডাঙ্গা জেলা ইমাম সমিতির সভাপতি শফিকুল ইসলাম, কাজী কুতুব উদ্দীন প্রমুখ। 

সমাবেশে বাল্য বিবাহ নিরোধের বিষয়ে ব্যাপক আলোচনা হয়। সমাবেশে সতাধিক নারী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত নারীরা  বাল্য বিয়ে না দেওয়ার অঙ্গিকার করেন।