Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মুন্সীগঞ্জে পাঁচ জেলেকে কারাদন্ড মুন্সিগঞ্জ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মুন্সীগঞ্জে পাঁচ জেলেকে কারাদন্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মুন্সীগঞ্জে পাঁচ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মুন্সীগঞ্জ সদর, গজারিয়া ও শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ২৫ কেজি ইলিশ ও ১ লাখ ৪৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চলে। জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মুন্সীগঞ্জ সদর, গজারিয়া ও শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় পাঁচ জেলেকে তিন দিন থেকে এক মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। অভিযান শেষে জব্দ করা ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ইলিশের প্রজনন মৌসুম ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সব নদী ও সাগরে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।