Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

সার্বিয়ায় গেলেন স্পিকার ড. শিরীন শারমিন জাতীয়

সার্বিয়ায় গেলেন স্পিকার ড. শিরীন শারমিন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪১তম অ্যাসেম্বলিতে অংশ নিতে সার্বিয়ার বেলগ্রেডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়েন।

আগামী ১৩-১৭ অক্টোবর সার্বিয়ার বেলগ্রেডে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ১৪১তম অ্যাসেম্বলি এবং আইপিইউ এর সংশ্লিষ্ট মিটিং হবে।

অ্যাসেম্বলিতে শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, মো. হাবিবে মিল্লাত, ফাহমী গোলন্দাজ বাবেল, আবদুস সালাম মূর্শেদী, পীর ফজলুর রহমান, সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

বেলগ্রেডে ১৪০টি দেশের ৭০ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকারসহ ৭০০ এর অধিক সংসদ সদস্য সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম অ্যাসেম্বলিতে অংশ নিবেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ শতাংশ নারী সংসদ এবং ১৭ শতাংশ তরুণ সংসদ সদস্য সদস্য রয়েছেন যাদের বয়স ৪৫ এর নিচে। 

আগামী ১৭ অক্টোবর স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।