Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস আজ জাতীয়

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস আজ

আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। আজকের দিনটি মেয়েদের। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা।’

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানী দিয়েছেন।

বিশ্বে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এই দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ প্রতি বছর এ দিবসটি পালন করে থাকে।

মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, বাল্যবিয়ে ইত্যাদি রোধে কার্যকর ভূমিকা পালনের জন্য এ দিসবটির সূচনা হয়।

কানাডা প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের প্রস্তাব দেয়। পরে ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এ প্রস্তাব গৃহী হয়। ফলে ২০১২ সালের ১১ অক্টোবর তারিখ প্রথম কন্যা শিশু দিবস পালন করা হয়।

প্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য ছিলো- ‘বাল্যবিবাহ বন্ধ করা’।