Opu Hasnat

আজ ২১ ফেব্রুয়ারী শুক্রবার ২০২০,

ব্রেকিং নিউজ

জাতীয় দল থেকে রুমি ও সালেহাকে বাদ দেয়ার প্রতিবাদে নড়াইলে সাংবাদিক সম্মেলন খেলাধুলানড়াইল

জাতীয় দল থেকে রুমি ও সালেহাকে বাদ দেয়ার প্রতিবাদে নড়াইলে সাংবাদিক সম্মেলন

জাতীয় টেবিল টেনিস এর মহিলা দল থেকে বাদ পড়েছেন বর্তমান চ্যাম্পিয়ন মৌমিতা আলম রুমী ও ৫ বারের চ্যাম্পিয়ন সালেহা পারভীন। অন্যায়ভাবে দল থেকে বাদ দেয়ায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিক সম্মেলন করেছে জাতীয় দলের  টিটি খেলোয়াড়বৃন্দ। নড়াইল টেবিল টেনিস একাডেমীতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় পুরুষ এককের ৫ বারের চ্যাম্পিয়ন মাহাবুব বিল্লাহ। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় টিটি মহিলা দল হতে বাদ পড়া মৌমিতা আলম রুমী,জাতীয় পুরুষ দলের খেলোয়াড় পরাগ, জাবেদ ও স্থানীয়  টিটি খেলোয়াড় ও কোচগন। আসন্ন এসএ গেমস এর জন্য জাতীয় টিটি নারী দল গঠনের সময় গত ১ অক্টোবর ক্যাম্পে ডাক পাবার আগ মূহুর্তে তাদেরকে বাদ দিয়েছে টিটি ফেডারেশন। 

বর্তমান জাতীয় পর্যায়ে নারী চ্যাম্পিয়ন ও দেশের এক নম্বর নারী টিটি খেলোয়াড়  রুমি অভিযোগ করেন, ফেডারেশন  তাদের কাছ থেকে দু বেলার  অনুশীলনের জন্য লিখিত নিলেও অন্যায়ভাবে বাদ দিয়েছে। লিখিত নেবার পরেও শেষ মুহুর্তে কর্মকর্তাদের ইশারায় তাদের জাতীয় দল থেকে  বাদ দেয়া হয়। তাদের বাদ দেয়ায় জাতীয় টিটি দলের অধিকাংশ খেলোয়াড় হতাশ এবং ক্ষুব্ধ । 

সাংবাদিক সম্মেলনে এস এ গেমসে ডাকা পাওয়া জাতীয় টিটি খেলোয়াড় পরাগ অভিযোগ করে বলেন, ফেডারেশনের বর্তমান সহ-সভাপতি হাসান মুনীরের নানা দূর্নীতি ও স্বেচ্ছাচারীতার অভিযোগে অপসারনের দাবীতে এর আগে ঢাকায়  সংবাদিক সম্মেলন করায় তার জের ধরে ক্ষিপ্ত হয়ে সালেহা ও রুমীকে বাদ দেয়া হচ্ছে। ফেডারেশনের বর্তমান সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সাবেক দুই সাধারন সম্পাদক হাসান মুনীর ও এ টি এম শামসুল আলমের চাপে এই ২ জন জাতীয় খেলোয়াড়কে দল থেকে বাদ দিয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়। একমাত্র এস এ গেমস এই টিটির সাফল্য  রয়েছে। গত এস এ গেমস এ রুমী নিজে একাই দুটি সেট জিতে দেশের জন্য ব্রোঞ্জ নিয়ে এসেছিলেন। সেই রুমীকে বাদ দেয়ায় এবারে টেবিল টেনিসে পদক আনা সম্ভব হবে না বলে টিটি খেলোয়াড়রা অভিযোগ করেন। দেশের টেবিল টেনিসের ৭০ ভাগ খেলোয়াড়ই নড়াইলের, এবারের  জাতীয় টিটি দলের নড়াইল জেলার অর্ধেক খেলোয়াড় রয়েছে। দেশের টেবিল টেনিস ধ্বংস করতে ফেডারেশন কর্মকর্তাদের  এহেন ভুমিকার নিন্দা জানিয়ে  জাতীয় স্বার্থে টেবিল টেনিসকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন দেশের কিংবদন্তী টেবিল টেনিস খেলোয়াড় মাহাবুব বিল্লাহ, নড়াইল জেলার কোচ ইসমাইল সহ অন্যরা।