Opu Hasnat

আজ ৭ ডিসেম্বর শনিবার ২০১৯,

মুন্সীগঞ্জে চে গুয়েভারার ৫২তম প্রয়াণে স্মরণসভা মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে চে গুয়েভারার ৫২তম প্রয়াণে স্মরণসভা

‘চে তোমার মৃত্যু আমাদের অপরাধী করে দেয়’ এই স্লোগানে চে গুয়েভারার ৫২তম প্রয়াণে মুন্সীগঞ্জে স্মরণসভা ও আবরার হত্যার প্রতিবাদে আলোক প্রজ্জালন করা হয়েছে। বুধবার বিকালে চে পরিষদের আয়োজনে মুন্সীগঞ্জ ডিসি পার্কের সায়লা ফারজানা মঞ্চে  চে গুয়েভারার বিপ্লবী জীবন ও কর্ম নিয়ে আলোচনা সহ বিভিন্ন কমসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরতেই চারণ সাংস্কৃতিক কেন্দ্রের গনসংগীত পরিবেশন করেন। এছাড়াও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে নিরবতা পালন ও মোমবাতি জালিয়ে আলোক প্রজ্জ্বালন এবং কালো ব্যাজধারণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন। চে পরিষদের সমন্বয়ক এম অ রিন্টুর সভাপতিত্বে ও সাজ্জাদ সামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও প্রকাশ রবীন আহসান, সিপিবি মুন্সীগঞ্জ শাখার সভাপতি শ, ম, কামাল হোসেন,  মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন প্রমুখ।