Opu Hasnat

আজ ২৪ জানুয়ারী শুক্রবার ২০২০,

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১ চট্টগ্রাম

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নগরীর ডবলমুরিং থানার ধনিয়াপাড়া এলাকা থেকে সাত পিস ইয়াবাসহ বোয়ালখালী পৌরসভার মেয়রের ছেলে রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ।

আটক হওয়া মো. রাসেল বোয়ালখালী পৌরসভার মেয়র আবুল কালাম আবুর পুত্র। আবুল কালাম বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতিও।

ওসি জানান, রাসেল ইয়াবা আসক্ত ছিল। আটকের সময় তার কাছ থেকে সাত পিস ইয়াবা পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদের সময় রাসেল জানান, ঐ ইয়াবা তিনি নিজে সেবন করার জন্য রেখেছিলেন। তবে কার কাছ থেকে এগুলো কিনেছেন, তা জানতে পারেনি পুলিশ।

ওসি আরো জানান, আটকের পর রাসেলের বিরুদ্ধে মাদকের একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।