Opu Hasnat

আজ ১৩ নভেম্বর বুধবার ২০১৯,

ভুল্লি নদীতে পড়ে এক শিশুর মৃত‌্যু ঠাকুরগাঁও

ভুল্লি নদীতে পড়ে এক শিশুর মৃত‌্যু

মোঃ আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে নদীতে ডুবে জীবন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে জানান গোপালপুর ইউনিয়নের চেয়ারম‌্যান রেজওয়ানুল ইসলাম রেদ শাহ। 

নিহত জীবন গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের প্রেম বাবুর ছেলে। সে গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

ঐ এলাকার চেয়ারম্যান জানান, মঙ্গলবার রাতে জীবন এক আত্মীয়র বাসায় বেড়াতে যায়। পরে সেখান থেকে বাসায় আসার পথে ভুল্লি নদীতে পড়ে যায়। এসময় অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে তার মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারের লোকদের খবর দেয় এবং গোপালপুর শিমুলডাঙ্গী গ্রামে ভুল্লি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।