Opu Hasnat

আজ ১৪ অক্টোবর সোমবার ২০১৯,

ব্রেকিং নিউজ

বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি’র ভারপ্রাপ্ত উপাচার্যের শ্রদ্ধা শিক্ষাগোপালগঞ্জ

বঙ্গবন্ধুর সমাধিতে বশেমুরবিপ্রবি’র ভারপ্রাপ্ত উপাচার্যের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভারপ্রাপ্ত (চলতি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহজাহান।

বুধবার (০৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বশেমুরবিপ্রবি’র ভারপ্রাপ্ত উপাচার্য।

এসময় তিনি বলেন, ‘আমি সর্বোপরি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করি। অনন্য সাধারণ এবং প্রতিশীল বিশ্ববরেণ্য একজন নেতা ছিলেন তিনি।  তিনি আজীবন আমাদের কাছে অন্যায়, শোষণ ও জুলুমের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বরের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন৷’