Opu Hasnat

আজ ২ জুন মঙ্গলবার ২০২০,

আসছে কৃষ-৪ বিনোদন

আসছে কৃষ-৪

বলিউডে অনেক আগে থেকেই খবর ভেসে বেড়াচ্ছিল, আবারও সুপারহিরো হয়ে দর্শক মাতাতে আসছেন হৃত্বিক রোশন। তাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘কৃষ-৪’। এটি নির্মাণ করবেন তার বাবা রাকেশ রোশান। তবে কবে থেকে শুরু হবে শুটিং সে বিষয়টি নিশ্চিত ছিলো না।

অবশেষে জানা গেল, কাজ শুরু হয়েছে ‘কৃষ-৪’-এর। ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক রাকেশ রোশন। কিন্তু তিনি অসুস্থ হওয়ায় ছবির কাজ যথাসময়ে শুরু করতে পারেননি। এক বছর পর সুস্থ হয়ে আবারও কাজে ফিরছেন এই নির্মাতা।

সম্প্রতি ‘ওয়ার’ ছবির প্রচারে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান্স টাইমসের মুখোমুখি হন এ অভিনেতা। তিনি বলেন, বাবার শারীরিক অবস্থা খারাপ থাকায় কৃষ সিনেমা শুরু করতে পারেননি। তবে খুব শিগগির ছবিটির কাজ শুরু হতে যাচ্ছে।

জানা গেছে, হৃতিক অভিনীত এই ছবিটি আগেরগুলোর তুলনায় আরও জমকালোভাবে তৈরি হবে। এখানে কৃষের শত্রু সংখ্যাও বাড়ানো হবে। আর জমকালো ভিএফএক্স তো থাকবেই। সূত্র : ইন্ডিয়ান্স টাইমস