Opu Hasnat

আজ ১৫ জুলাই বুধবার ২০২০,

বশেমুরবিপ্রবিতে আরবার হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন ক্যাম্পাস

বশেমুরবিপ্রবিতে আরবার হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বুয়েটের মেধাবী মুখ আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন মিছিল করেছে সাধারণ  শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ে এই মোমবাতি প্রজ্জ্বলন মিছিলের আয়োজন করা হয়।

প্রসঙ্গত, এর পূর্বে গতকাল সোমবার (০৭ অক্টোবর) আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়টির বিজয় দিবস ও স্বাধীনতা দিবস হলের সামনে থেকে আবরার হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়ে থাকে। উক্ত বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ  এসে অবস্থান কর্মসূচি পালন করে। এমতাবস্থায়, শিক্ষার্থীরা ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখর করতে থাকেন এবং দোষীদের অনতিবিলম্বে ফাঁসি নিশ্চিতের দাবি জানান।

উল্লেখ্য, রবিবার (০৬ অক্টোবর) রাত ৩টার দিকে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরে বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার মাঝামাঝি স্থানে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে সোমবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের অন্যান্য খবর