Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১২ ঘন্টা পর ফেরী চলাচল শুরু মুন্সিগঞ্জ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১২ ঘন্টা পর ফেরী চলাচল শুরু

দক্ষিনবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বন্ধ থাকার ১২ ঘন্টা পর মঙ্গলবার সকালে ফেরী চলাচল শুরু হয়েছে। সকাল ৮ টার দিকে সীমিত আকারে ৩ টি ফেরী চলাচল শুরু করে। এর আগে সোমবার রাত ৮ টা থেকে পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কবলে নৌরুটে ফেরী চলাচল বন্ধ থাকে। দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার দুপুর পর্যন্ত শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে ৫ শতাধিক যানবাহন। 

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ম্যানেজার (বানিজ্য) আব্দুল আলিম জানান, নাব্যতা সংকট ও প্রবল স্রোতের কারনে সোমবার দিনগত রাত ৮ টার দিকে নৌরুটে ফেরী চলাচল বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরী পারাপার বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৮ টার দিকে ফেরী ফরিদপুর, কুমিল্লা ও ফেরী কাকলী যানবাহন বোঝাই করে পদ্মা পারাপার হওয়ার মধ্য দিয়ে নৌরুটে ফেরী চলাচল শুরু হয়। বর্তমানে ১৬ টি ফেরীর মধ্যে ওই ৩ টি ফেরী সীমিত আকারে চলাচল করছে। তবে পদ্মায় লৌহজং চ্যানেলে ড্রেজিং কাজের জন্য ড্রেজার অবস্থান করায় ফেরী গুলোকে সাবধানতার মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। 

শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, শিমুলিয়াঘাটে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এরমধ্যে প্রাইভেটকার, বাস ও ট্রাক রয়েছে। বর্তমানে ফেরী পারাপারে অ্যাম্বুলেন্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে।