Opu Hasnat

আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার ২০১৯,

বাগেরহাট পূজা মন্ডপে দেড় লক্ষাধিক টাকার অনুদান দিলেন এমপি বাগেরহাট

বাগেরহাট পূজা মন্ডপে দেড় লক্ষাধিক টাকার অনুদান দিলেন এমপি

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা সহ ১৬ ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন মঙ্গলবার সকালে আর্থিক অনুদান প্রদান করেন। 

উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুদান প্রদান উপলক্ষে অনুষ্ঠিত বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোজাম্মেল হোসেন এমপি। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, সহ-সভাপতি মো.শাহাবুদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এইচএম মাহামুদ আলী, চেয়ারম্যান আঃ রহিম খান বাচ্চু প্রমুখ। 
 
সভা শেষে উপজেলার ১ পৌরসভা ও ১৬ ইউনিয়নের ৭৮ টি পূজামন্ডপে ১ লক্ষ  ৫৬ হাজার টাকা প্রদান করেন। বিতরণী সভায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠন ও পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।