Opu Hasnat

আজ ১ জুন সোমবার ২০২০,

দামুড়হুদায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক চুয়াডাঙ্গা

দামুড়হুদায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিয়ান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোতালেব হোসেন (৩০) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মোতালেব হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনার রামনগর গ্রামের ইয়াসতুল্লার ছেলে। সোমবার সকালে তাকে গাঁজাসহ আটক করা হয়। 

দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির জানান, সোমবার সকালে মডেল থানার এস আই মহিউদ্দীন গোপন সংবাদের ভিতিত্তে জানতে পারে রামনগর গ্রামের মাঠের ভিতর দিয়ে গাঁজা নিয়ে একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে আসছে। এমন সংবাদের ভিতিত্বে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে রামনগর গ্রামের মাঠের ভিতরে অবস্থান নেয়। সকাল ৮টার দিকে ঐ মাঠ দিয়ে মোতালেব হোসেন কে আসতে দেখে তাকে আটক করে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।