Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

অচেনা // শাহিন রিজভি শিল্প ও সাহিত্য

অচেনা // শাহিন রিজভি

দিলু রোডের গলিটা দিয়ে
একটু এগিয়ে গেলেই 
তার বাড়ি
একসময় ওটাই ছিলো ‘তাহাদের’ বাড়ি
ওখানে এলে যাবতীয় মতামত কেমন যেনো-
মিলেমিশে একাকার হয়ে যেতো
নিজের আড়ালে বসে
আমার তোমাকে দেখা-
এখনো তুমি ঠিক ঐ বাড়িতেই আছো-
তোমার ধূসর চোখ দুটো একনো কি
মোমের শশ্মানে বিচ্ছিন্নতার কাব্য গাঁথে?
এখনো কি ক্ষুধার্ত রাতকে
আটকে রাখো শূন্যতার আদীম খাঁচায়?
যতটুকু পৃথিবী ছিলো আমার বুকে
তার সমস্তটায় লিখেছি তোমার নাম
নিঃসঙ্গতাকে বিক্রি করে 
ভ্রান্ত সময়ের কাছে পেতেছি হাত-
বুঝিনি তখন
সময় কাউকেই দেয় না সময়
দেয় না ধৈর্যশীল ভোরের আশ্বাস
কতো রাত ছাদের রেলিংএ বসে-
চাঁদকে চেয়েছি হাতে-
অথচ চাঁদ চলে গেলো-
তোমার হাতে রেখে হাত
কতো সহস্র যুগ তোমাকে চিনি-
শুধু তোমার সময়গুলো-
অচেনাই থেকে গেলো।