Opu Hasnat

আজ ২১ ফেব্রুয়ারী শুক্রবার ২০২০,

বাগেরহাটে জন্ম নিবন্ধন দিবস পালন বাগেরহাট

বাগেরহাটে জন্ম নিবন্ধন দিবস পালন

‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দাবি সবার’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় বক্তব্য দেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, জন্ম নিবন্ধনের ক্ষেত্রে সকল পরিবারকে সচেতন হতে হবে। জন্ম সনদে সঠিক দিন-তারিখ উল্লেখ থাকা আবশ্যক। শিশুর জন্মের পরে তার জন্ম নিবন্ধন করা শিশুর অধিকার। তাই পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় সরকারের প্রতিনিধিদের এ বিষয়ে সার্বিক সহযোগিতা  করার আহবান জানান বক্তারা।