Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে পুন:নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন নেত্রকোনা

দুর্গাপুরে পুন:নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন

জেলার দুর্গাপুরে সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট কারচুচি সহ নানা অনিয়ম হয়েছে এমন অভিযোগে পুন:নির্বাচন অনুষ্ঠিতের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী মোমেন ইবনে সাঈদ ষ্ট্যালিন। শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ষ্টালিন বলেন, গত ২৯ সেপ্টেম্বর দলিল লিখক সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে ৫৭ ভোটের মধ্যে ৭ ভোট কম পেয়ে পরাজিত হন তিনি। পরবর্তিতে নির্বাচনে ব্যলট কারচুপি সহ নানা অভিযোগ এনে পুন:ভোট গননার আবেদন জানালে গত ৩ অক্টোবর নির্বাচন কমিশন উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, উপজেলা সাব-রেজিষ্টার সহ গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুনরায় ভোট গননা করা হলে ষ্ট্যালিন এর পক্ষে ১টি ভোট গননা করা হয়নি প্রতিয়মান হলে উপস্থিত সকলের সন্দেহের কারন বেড়ে যায়। নির্বাচন কমিশন পরিচালনার সদস্যগন বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। ভোট গ্রহন বিষয়ে নানা জালিয়াতির কথা তুলে পুনরায় নির্বাচনের দাবী জানান পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী মোমেন ইবনে সাঈদ ষ্ট্যালিন। সংবাদ সম্মেলনে সাধারণ ভোটারদের মধ্যে নিতাই চক্রবর্তী সহ অন্যান্য ভোটারগন উপস্থিত ছিলেন।