Opu Hasnat

আজ ১৬ অক্টোবর বুধবার ২০১৯,

দুর্গাপুরে নারী সেলের সম্মেলন নেত্রকোনা

দুর্গাপুরে নারী সেলের সম্মেলন

জেলার দুর্গাপুরে উপজেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে নারীদের জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব বাস্তবায়ন ও নারীদের অধিকার আদায় এবং নারী শ্রমিকদের জীবনমান উন্নয়নে বৃহস্পতিবার রাতে নারী সেলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনায় নারী উদ্যোক্তাদের সহজে ঋণ প্রদান সহ সারাদেশে নারী নির্যাতন বন্ধের নানা প্রস্তাব ও নারীর সম-অধিকার, লড়াই সংগ্রাম সফল হোক, জয় হোক সমাজতন্ত্রের এই প্রতিপাদ্যে অন্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি আলকাস উদ্দীন মীর, জেলা নারী নেতৃ কোহিনুর বেগম, নারী নেতৃ তাসলিমা বেগম, হেনা বেগম, সুলতানা শাহীন, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরর্শেদ আলম প্রমুখ। 

সম্মেলন শেষে তাসলিমা বেগমকে আহবায়ক এবং হেনা বেগমকে যুগ্ন আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট নারী সেল কমিটি গঠন হয়েছে।