Opu Hasnat

আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার ২০১৯,

সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিন্নাহর ইন্তেকাল নাটোর

সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিন্নাহর ইন্তেকাল

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ (৬৫) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিকেলে মরহুমের নিজ গ্রাম চান্দাই এ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছে।

ব্যাংককে চিকিৎসাধীন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর- ০৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা মরহুম মুক্তিযোদ্ধা জিন্নাহর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা  জানান।