Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত অন্তত ২০ হবিগঞ্জ

হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত অন্তত ২০

হবিগঞ্জে জেলার নবীগঞ্জ উপজেলার জালালপুর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আজ (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপ‍ুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস জালালপুর এলাকায় পৌঁছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু  ও কমপক্ষে ২০ জন আহত হয়। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।