Opu Hasnat

আজ ৭ আগস্ট শুক্রবার ২০২০,

গান্ধিজীর অহিংস শিক্ষা নতুনধারার পাথেয় : মোমিন মেহেদী রাজনীতি

গান্ধিজীর অহিংস শিক্ষা নতুনধারার পাথেয় : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, গান্ধিজীর অহিংস শিক্ষা নতুনধারার পাথেয়। আর এই পাথেয়কে পূঁজি করে এগিয়ে চলছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৫ টায় ফটো জার্নালিস্ট মিলনায়তনে প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘গান্ধিজীর অহিংস রাজনীতি ও নতুনধারার পথচলা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। 

এসময় প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক মেম্বার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার একরামুল হক গাজী লিটন, ভাইস চেয়ারম্যান শফিউল বারী রাসেল, মাহামুদ হাসান তাহের, চন্দন চন্দ্র চয়ন, এ্যাড. আলিমুজ্জামান, আরিফা জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।