Opu Hasnat

আজ ১৬ অক্টোবর বুধবার ২০১৯,

চট্টগ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু নারী ও শিশুচট্টগ্রাম

চট্টগ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লোহাগাড়ার আমিরাবাদ সুখছড়ি হাছিরপাড়া এলাকায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

জানা গেছে, আব্দুল গফুরের ছেলে মো. জিহাদ (৬) ও আব্দুল্লাহ আল তাওহিদ (৪) সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদেরকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। 

লোহাগাড়া থানার এসআই আবদুল হালিম বলেন, এ ধরনের কোনও খবর থানায় আসেনি।