Opu Hasnat

আজ ১ জুন সোমবার ২০২০,

দামুড়হুদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চুয়াডাঙ্গা

দামুড়হুদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

‘কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দামুড়হুদায় জাতীয় কন্য শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান। এছাড়াও বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ মতিন, প্রাথমিক শিক্ষা অফিসার সাকি ছালাম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী। অনুষ্ঠানে দামুড়হুদা গালর্স স্কুল এন্ড কলেজের প্রায় ৫০জন শিক্ষার্থী উপস্থিত ছিলো।