Opu Hasnat

আজ ২০ সেপ্টেম্বর রবিবার ২০২০,

তথ্য অধিকারে সারাদশের মধ্যে কিশোরগঞ্জ জেলা প্রথম কিশোরগঞ্জ

তথ্য অধিকারে সারাদশের মধ্যে কিশোরগঞ্জ জেলা প্রথম

বাংলাদেশ তথ্য অধিকার আইন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ও  কার্যকরী ভূমিকায় অবদান রাখায় সারাদেশের মধ্যে  কিশোরগঞ্জ জেলা প্রথম স্থান অধিকার করেছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ তথ্য কমিশন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর হাতে শ্রেষ্ঠত্বের এ পুরস্কার তুলেদেন।

তথ্য অধিকার আইন বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসনকে এ পুরস্কার প্রদান করা হয়। 

এসময় প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক প্রমুখ।

এই বিভাগের অন্যান্য খবর