Opu Hasnat

আজ ১ জুন সোমবার ২০২০,

চীনে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৬ আন্তর্জাতিক

চীনে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৬

চীনের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী কোচের সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত এবং অপর ৩৬ জন আহত হয়েছে। শনিবার কর্মকর্তারা এ কথা জানান।

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে দুর্ঘটনা কবলিত ওই বাসটিতে ৬৯ জন যাত্রী এবং ট্রাকে ছিল ৩জন। শনিবার সকালে একটি ট্রাফিক মোড়ে মালবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। পাবলিক সিকিউরিটি ব্যুরো এ কথা জানায়।

প্রাথমিক তদন্তে বলা হয়, বাসটির সামনের বাম দিকের চাকা ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর, ২৬ জন সামান্য আহত এবং ১ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বাসস