Opu Hasnat

আজ ১৬ অক্টোবর বুধবার ২০১৯,

দর্শনা প্রবীণ কমিটির পক্ষে নবাগত ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা চুয়াডাঙ্গা

দর্শনা প্রবীণ কমিটির পক্ষে নবাগত ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নবাগত নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন কে দামুড়হুদা উপজেলার শিল্প নগরী দর্শনা প্রবীন কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নির্বাহী অফিসারের অফিস কক্ষে শুভেচ্ছা জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি ফজলুল হক, সাধারন সম্পাদক আকমত আলী,অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্যা হাসিনা বেগম, সদস্য ছানোয়ার বিশ্বাস, খালিদ বিন আব্দুল কাদের,ওয়েভ ফাউন্ডেশনের উপ-মসন্বয় কারী কামরুজ্জামান যুদ্ধ ও ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আজাদুল ইসলাম টোটন।

এসময় তারা প্রবীনদের উপজেলা স্বাস্থ্য কমপ্লে-ক্সে চিকিৎসা সেবা নিতে আউট ডোরে আলাদা   কাউন্টার করা, বসার ব্যবস্থা করা। সোনালী ব্যাংকে বয়স্ক ভাতা দেওয়ার সময় প্রবীন দের জন্য একাধিক কাউন্টার ও একাধিক দিন নির্ধারন করা, পেনশন ভোগীদের একাধিক দিন নির্ধারন ও বসার ব্যবস্থা করা ও প্রবীন কেন্দ্র তৈরীর জন্য স্থান ও জমির ব্যবস্থা করার জন্য নির্বহী অফিসারের নিকট আহবান জানান।