Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

নেপালীদের পালাতে সাহায্য করায় দুই পুলিশ বরখাস্ত আইন ও আদালত

নেপালীদের পালাতে সাহায্য করায় দুই পুলিশ বরখাস্ত

ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত নেপালিদের পালাতে সহায়তা করার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদের মধ্যে একজন রমনা জোনের পুলিশ কনস্টেবল দীপঙ্কর চাকমা ও অপরজন ডিবিতে কর্মরত আছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। 

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্র্যাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় কমিশনার বলেন, অভিযোগ পাওয়ার পর ভিডিও ফুটেজ সংগ্রহ করি।  দেখা যায়, নেপালি নাগরিকদের পালিয়ে যাওয়ার আগে ওই বাসায় তিনজন যায়। এর মধ্যে দুজনকে আমরা শনাক্ত করি। ওই রাতেই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তদন্ত চলছে। তদন্তের পর পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হতে পারে।

কমিশনার বলেন, ক্যাসিনো ব্যবসার সঙ্গে কেউ যদি জড়িত থাকে, অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। রাজধানী ঢাকা শহরে আর ক্যাসিনো ব্যবসা হতে দেয়া হবে না। এটি নির্মূল করাই হবে। আর যারা এতদিন করেছে তাদের খুঁজে খুঁজে বের করে আইনে সোপর্দ করা হবে। কোনো ধরনের ছাড় দেয়া হবে না।