মেহেরপুরে ৯ আসামী গ্রেফতার মেহেরপুর / 
মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত রাতের বিভিন্ন সময়ে গাংনী থানা পুলিশ চারজনকে, সদর থানা পুলিশ দু’জনকে, জেলা গোয়েন্দা পুলিশ একজনকে ও মুজিবনগর থানা পুলিশ দু’জনকে গ্রেফতার করে।
মেহেরপুর পুলিশ সুপার (এসপি) হামিদল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ (শুক্রবার, ২ অক্টোবর) তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।