চাঁদপুরে পানিতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু নারী ও শিশু /  চাঁদপুর / 
বৃহস্পতিবার (১অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদরের ইচলী এলাকায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে আরাফাত হোসেন (৮) ও আয়াত হোসেন (৩) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচণ্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন গাজীর ছেলে।
আনোয়ার হোসেন গাজী জানান, শাশুড়িকে দেখতে স্ত্রী-সন্তান নিয়ে বৃহস্পতিবার ইচলী এসেছিলেন তিনি। সবার অগোচরে তার দুই ছেলে খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। সন্ধ্যায় পুকুরে দুই ভাইয়ের লাশ ভেসে ওঠলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।