Opu Hasnat

আজ ১১ ডিসেম্বর বুধবার ২০১৯,

ঢাকায় মেটলাইফ এ্যাওয়ার্ড নাইট ২০১৯ অনুষ্ঠিত অর্থ-বাণিজ্য

ঢাকায় মেটলাইফ এ্যাওয়ার্ড নাইট ২০১৯ অনুষ্ঠিত

বাংলাদেশের মানুষের জন্য বিমা সেবার পরিধি বিস্তারে অবদান রাখা শীর্ষ স্থানীয় এজেন্টদের স্বীকৃতি দিয়েছে মেটলাইফ। ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফের জেনারেল ম্যানেজার, বাংলাদেশ, সৈয়দ হাম্মাদুল করীম; চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, মো: জাফর সাদেক চৌধুরী; ভাইস প্রেসিডেন্ট, এজেন্সি ডিস্ট্রিবিউশন, এশিয়া, মারওয়ান মাতার এবং চিফ এজেন্সি অফিসার নাফিস আখতার আহমেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।  

উল্লেখ্য, বাংলাদেশে প্রায় ১৬,০০০ এজেন্ট ও কর্মী নিয়ে ১০ লাখেরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে মেটলাইফ। 

মেটলাইফ : 
MetLife Inc. (NYSE: MET), এর অঙ্গপ্রতষ্ঠিান এবং সহযোগী প্রতিষ্ঠান (MetLife) এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বিমা, এ্যনুইটি, গ্রুপ বিমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে পরর্বিতনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে । ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টির ও বেশি দেশে র্কাযক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, লাতিন আমেরিকা, এশিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে । ১৯৫২ সালে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মেটলাইফের এশিয়া যাত্রা শুরু হয় । র্বতমানে মেটলাইফ বাংলাদেশের সর্ববৃহৎ জীবনবিমা প্রতিষ্ঠান । প্রায় ১০ দশ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ নিয়োগকারী প্রতিষ্ঠান যার রয়েছে ১৬ হাজারের বেশি সুদক্ষ কর্মী।

এই বিভাগের অন্যান্য খবর