Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

শাওন ও সম্রাটের ব্যাংক হিসাব জব্দে চিঠি আইন ও আদালত

শাওন ও সম্রাটের ব্যাংক হিসাব জব্দে চিঠি

সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এবং তাদের স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট।

সন্দেহজনক লেনদেনের তথ্য থাকায় মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট বিএফআইইউকে চিঠিতে ব্যাংক হিসাব ফ্রিজ করতে অনুরোধ জানিয়েছে সিআইসি।

এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। যদিও সিআইসির কোনো কর্মকর্তা এ বিষয়ে বক্তব্য দিতে অস্বীকার করেছেন। এর আগে পুলিশের পক্ষ থেকে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়।

মঙ্গলবার গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাবেক অতিরিক্ত প্রকৌশলী আব্দুল হাইয়ের ব্যাংক হিসাব তলব করেও চিঠি দেয়া হয়। যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম চৌধুরীর (জি কে শামীম) সাথে তাদের অবৈধ লেনদেনের অভিযোগের সূত্র ধরেই এনবিআর থেকে খতিয়ে দেখা হচ্ছে।