Opu Hasnat

আজ ২৬ মে মঙ্গলবার ২০২০,

চট্টগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু নারী ও শিশুচট্টগ্রাম

চট্টগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কর্ণফুলীর জুলধা ইউনিয়নে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে জুলধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় বশর সাওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো- স্থানীয় মো. জামালের মেয়ে ফাতেমা বেগম এবং মো. কামালের মেয়ে আঁখি আক্তার। 

জুলদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ বাংলানিউজকে জানান, পুকুরপাড়ে খেলার একপর্যায়ে দুই শিশু পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান এ জনপ্রতিনিধি।